shironamhin - jadukor lyrics
Loading...
[ verse 1 ]
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
বিপন্ন, বিষন্ন, তবু হার মেনে নিতে নয়
যুদ্ধ বা সন্ধিই পরিচয় |
[ verse 2 ]
হারাইনি, খুন হয়েছি জাদুকর
ভেঙেছি, তবু নতজানু বসে নেই, জাদুকর
শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যাই
আগামীর বার্তা জানাই ….
[ chorus 1 ]
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায় |
[ verse 3 ]
ভাবছো তুমি চুপচাপ শহরে
গ্রাফিতি আঁকা দেয়াল জুড়ে
রক্তের দাগ ছড়িয়ে দেবে নিয়তির শরীরে
বুকের পাঁজরে ..
[ chorus 2 ]
হাত বাড়ালেই শুধু উল্লাসধ্বণি
যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে
বিভ্রান্ত জাদুকর হারিয়ে যায়
রহস্য আমায় ভাবায় |
[ outro ]
কোনো এক ভোরে মুখোশের জাদুকর
কোনো অবসরে চুপিচুপি বিষদাঁত, তারপর
Random Lyrics
- traedonya! - my favourite guy lyrics
- saimon disko - du heschmer gseit lyrics
- part time - the river of dreams (sailing my fantasy) lyrics
- yung trashi - yung alienn - i know it's not me. lyrics
- austin arnold x dominic muzzin - runoffwiththebag(like im keaton) lyrics
- lil cheatz - raktrap lyrics
- lonepsi - sans dire adieu lyrics
- saypink! - tapes (feat. lite wind) lyrics
- dave rodgers - the final coundown lyrics
- bobkata - kill 'em all lyrics