shironamhin - shuvro rongin lyrics
Loading...
[verse 1]
শুভ্র রঙ্গীন
আকাশেরও দিন
তোমায় সেই জনতার গল্প শোনায়
অলস দুপুর
ক্লান্ত নূপুর
স্বপ্ন দেখায় তারায় তারায়
স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা
[chorus]
শুভ্র রঙ্গীন
আকাশের দিন
তোমায় গল্প শোনায় সেই জনতার
লড়াই শেখায়
তোমায় আমায় (উহু)
come on baby, light my fire
[verse 2]
তোমায় দেখে
কাঠবেড়ালী
লেজ উঁচিয়ে আদর চায়
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়
মুক্তির দিন
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা
[chorus]
শুভ্র রঙ্গীন
আকাশেরও দিন
তোমায় সেই জনতার গল্প শোনায়
লড়াই শেখায়
তোমায় আমায় (উহু)
come on baby, light my fire
Random Lyrics
- 楠木ともり (tomori kusunoki) - バニラ (vanilla) lyrics
- npobu - slit my wrists and cry lyrics
- chi knox - messy lyrics
- trond granlund - hr. smith lyrics
- jupitor tha enlightened one - sheep & tha shepherd lyrics
- kacey johansing - disappearing act lyrics
- solos (esp) - te encontré lyrics
- maniacal j - i'm like mike/let alone lyrics
- nihmune - the toothbrush song* lyrics
- матвеееей (matveeeej) - в прошлом (v proshlom) lyrics