shitom ahmed & farooque bhai project - chhoddobeshe lyrics
[pre+chorus: sh+tom ahmed]
আজও তাই
গোপনে
করি যা বলা আছে না করতে
মনে যা
আছে তা
বলে দিলে কিন্তু ঘাবড়াবে
[chorus: sh+tom ahmed]
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
[verse: farooque bhai project]
yea, sh+tom
farooque bhai, huh!
কালো ছিল আমার সকালে
বিকালেও বাধা তোমার শিকলে
trust issues আমাকে শিখালে
আর worst প্রেমের কবিতা লিখালে
[chorus: farooque bhai project]
এখন এত শান্ত
ওরা যদি জানতো
তুমি সব জেনে বলো, “no problemo”
এ শহরে তুমি
প্রেমের মরুভূমি
এসে পড়ো এখনই, দূরে কেন?
এখন এত শান্ত
ওরা যদি জানতো
তুমি সব জেনে বলো, “no problemo”
এ শহরে তুমি
প্রেমের মরুভূমি
এসে পড়ো এখনই, দূরে কেন?
এসে পড়ো এখনই, দূরে কেন?
[pre+chorus: sh+tom ahmed]
আজও তাই
গোপনে
করি যা বলা আছে না করতে
মনে যা
আছে তা
বলে দিলে কিন্তু ঘাবড়াবে
[chorus: sh+tom ahmed]
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
সবাই জানে শান্ত
ওরা খুবই ক্লান্ত
আমি হেঁটে যাবো, তুমি দৌড়াবে
এ শহরের আমি অলিগলি জানি
তবুও কেন চলি ছদ্মবেশে?
Random Lyrics
- bl33d! - we're dancing with snowflakes lyrics
- orazio vecchi - non date fede lyrics
- neja - neon nights lyrics
- brooks & dunn - ain't nothing 'bout you (2024) lyrics
- negro pop - porque lyrics
- guns n' roses - it’s so easy (live, 2012) lyrics
- unknxwn. - loverboy. lyrics
- night surgeon - day for night lyrics
- evrhane - when you close your eyes lyrics
- backstreet boys - tell me that i’m dreaming (single version) (demo) lyrics