
shitom ahmed - chorabali lyrics
Loading...
[intro]
চোরাবালি মন তোমার
কেন শুধু লুকিয়ে থাকো?
একটু আড়াল হয়ে আমায় দেখো
চোরাবালি মন তোমার
কেন শুধু লুকিয়ে থাকো?
একটু আড়াল হয়ে আমায় দেখো
[pre+chorus]
যদি কোনো চিত্র আঁকি
পৃথিবীর সবচেয়ে দামী
সে চিত্রতে তুমি perfectly বসো
[chorus]
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
[verse]
তুমিও কি কাজের ফাঁকে
মনে করো আমার নাম?
আমার মতো করে তোমায়
চাবে না কেউ, বলে দিলাম
তবু মনের কিছু আশা
এমন করে ভালোবাসা
তোমার স্মৃতি আমার কাছে
খুব আদরে ভালো আছে
তবু মনে কিছু আশা
এমন করে ভালোবাসা
[chorus]
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
কেন লাগে শূন্য শূন্য বলো
তোমায় ছাড়া এত?
তুমি কি তা বলতে পারো?
Random Lyrics
- d&d (jpn) - lover's soul lyrics
- thunder666 - гранатовая песня (pomegranate song) lyrics
- genevieve (tz) - baba yangu lyrics
- אליעד כהן - enjoy the silence - eliad cohen lyrics
- collinz music - on my way lyrics
- yes man jr. - with a grain of salt lyrics
- 'cideqst - speak for yourself lyrics
- mm44 turbo shitpost machine - фристайл (freestyle) lyrics
- dear silas - fell from heaven lyrics
- the rock music - the oracle lyrics