shoeb and elita - ghum hoye lyrics
Loading...
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে (২)
আমার স্বপ্ন জুড়ে ভাসতো ঠিকই হাজার তাঁরার সারি,
বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি?
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে।
(এলিটা)
কেন ঘুম হতে আর যাব?
কেন তুমি এমন ভাবো?
ঘুম হলে কি তোমায় আমি সত্যি ছুঁতে পাব?
কেন ঘুম হতে আর যাব?
(শোয়েব)
ধরো হঠাৎ যদি এসে পড়ি,
তোমার ঘরে আমি ইই…
বলি চলো শুধু,
দু’জনে মিলে,
চাঁদের নীলে,
পথে নামি…
তুমি যাবে?
যাবে আমার সাথে? …
Random Lyrics
- christine blackburn - loaded with cash lyrics
- voltak - far enough lyrics
- mavi phoenix - janet jackson lyrics
- mario william vitale - straight and narrow or your soul gets cast lyrics
- campo de almas - cósmica ( en vivo) lyrics
- b.the great - the punisher lyrics
- ufo361 - tiffany lyrics
- uyên linh - mơ hoa hồng lyrics
- adrianne lenker - angels lyrics
- xxxbillyboy - clout satire [test] lyrics