azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shohojia - boka pakhi lyrics

Loading...

কেন ভালো লাগে না
মন তা বোঝে না, খোঁজে না
স্বপ্নে যে তাই আসা+যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া

ছোট ছোট ঘর, উঁচু উঁচু বাড়ি
কারফিউ ডাকে, ওঠো তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক গ্লাস জাদু
একটা নীল বিষ বুকে নিয়ে ফিরি

কিছুই ছাড়ছি না, কিছু ধরছি না
ধরা দিচ্ছে না
স্বপ্নে যে তাই আসা+যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া

আয়না রেখে নিজেকে দেখে
কিছুই পড়তে পারছি না
ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে
খুঁজছি ধারালো সান্ত্বনা

কেউ তো ডাকে না, আমি ফিরছি না
কোথাও যাচ্ছি না
স্বপ্নে যে তাই আসা+যাওয়া
একটা বোকা পাখি
হয়ে বসে থাকি, ভাবনা রাখি
শুকনো ডালে এলোমেলো হাওয়া



Random Lyrics

HOT LYRICS

Loading...