
shohojia - chokhe chokh lyrics
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
একবার তাকালেই হাওয়া
পাওয়া না+পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল+টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
এ হাওয়া তো উড়ায় নেয়
চুল+টুল, ধুলোবালি
শাহবাগ, আমার ফেরার বাস
ভাল্লাগে না, থাক আজ বাড়ি ফেরা
তোমাকে রেখে ফিরে যাওয়া
পাওয়া না+পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
অ্যাই, কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই+সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
কিছু বললে আমায়?
নাকি ভুল করে সুঁই+সুতা হেঁটে যায় নকশী কাঁথায়?
চোখে চোখ রেখে তাই দূর থেকে ছোঁয়া
না ভেবেই এই গান গাওয়া
পাওয়া না+পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
পাওয়া না+পাওয়ার কথা না ভেবেই চাওয়া
একবার তাকালেই হাওয়া
চোখে চোখ পড়লেই হাওয়া
Random Lyrics
- nataly córdoba - mi fe está en ti lyrics
- haramboy - rage lyrics
- паук (pauk) - чёртова дюжина (chertova dyuzhina) lyrics
- daniel cecci - breakdown lyrics
- etlis - colpa nostra lyrics
- dmaz - flatline lyrics
- blnk (korean) - rollercoaster ride (ideal remix) lyrics
- gavidann - new guy lyrics
- young jk - sadboy lyrics
- 2z (kor) - 닥터 (doctor) lyrics