
shohojia - swapner akash lyrics
[verse 1]
সময়টা রাখে, নাকি সময়ে থাকি?
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
সময়টা রাখে, নাকি সময়ে থাকি?
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
[chorus]
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
[verse 2]
আসবে ভেবে তারে কত ভালোবাসি
অগোছালো ঘর, আমি একা বসে আছি
কি নামে ডাকলে আরও হবো কাছাকাছি?
কত পথ এলে তুমি, কত আছে বাকি?
[chorus]
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
[verse 3]
একটা আকাশ এনো, এনো কিছু ঘাস
ফসলের মাঠ এনো ফুলের সুবাস
মেঠোপথ দিয়ে এসো, পথটাও এনো
হাঁটতে বেরোবো আমি, দেরি হবে নাকি?
[refrain]
সময়টা রাখে, নাকি সময়ে থাকি
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
[chorus]
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
Random Lyrics
- lennymisunderstood - behind the wall lyrics
- shinigami - phantom (2019 lost file) lyrics
- droxxx - frustration lyrics
- ougi - 4 am lyrics
- suzukier - phonecallz 2 lyrics
- donn sirrah - don't say i didn't try lyrics
- mark lanegan - ketamine lyrics
- nav - overdose lyrics
- garry sandhu - jatt lyrics
- jay goodvibez - next terminator lyrics