shom shuklla - maya bono lyrics
Loading...
মায়াবন বিহারিণী হরিণী,
গহন স্বপন সঞ্চারিণী।
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ।
থাক থাক নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন, অকারণ।
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে।
চিত্ত আকুল হবে অনুক্ষণ, অকারণ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ।।
Random Lyrics
- chris travis - my g lyrics
- 江蕙 - 淡水暮色 lyrics
- fred sabino - ganho lyrics
- chris travis - cant save em lyrics
- spanish f.l.y. - dope's got a hold on me lyrics
- popeska feat. raign - on fire lyrics
- brady arnold - brief encounter lyrics
- 乔任梁 - 单曲 lyrics
- genesis renji - in the garden lyrics
- conor maynard - one dance ft. harper lyrics