shom shuklla - maya bono lyrics
Loading...
মায়াবন বিহারিণী হরিণী,
গহন স্বপন সঞ্চারিণী।
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ।
থাক থাক নিজমনে দূরেতে,
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমন, অকারণ।
চমকিবে ফাগুনের পবনে,
পশিবে আকাশবাণী শ্রবণে।
চিত্ত আকুল হবে অনুক্ষণ, অকারণ।
দূর হতে আমি তারে সাধিব,
গোপনে বিরহডোরে বাঁধিব,
বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ।।
Random Lyrics
- regina spektor - older and taller lyrics
- lunar c - mug lyrics
- rac - we belong - odesza remix lyrics
- feuerschwanz - nachtlied lyrics
- violenti lune elettriche - nuovo mondo lyrics
- the grocery store - big lyrics
- gemini - wild & free lyrics
- la beriso - legui lyrics
- nauticus - ascend lyrics
- ricky conaway - 44 bars lyrics