shonar bangla circus - kromosho lyrics
Loading...
আকাশে চোখের পলকের চেয়ে দ্রুতগতির নভোযানে
আমি তোমার কাছে যেতে যেতে টের পাচ্ছি
আমি আসলে তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি ক্রমশ
সরে যাচ্ছি ক্রমশ
একটা ইস্পাতের মুখোশের নিচে
হারিয়ে যাচ্ছে তোমার মাংসল মুখ
ইট বালি সুড়কির পোশাকের নিচে
শুকিয়ে যাচ্ছে তোমার সবুজ দেহ
ক্রমশ, ক্রমশ
আমি ভাবছি আর দেখছি আর টের পাচ্ছি
তুমিও আমার মতো ভাবছো আর দেখছো আর টের পাচ্ছো
আমি আসলে তোমার থেকে দূরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে সরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে দূরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে দূরে যাচ্ছি ক্রমশ
একটা ইস্পাতের মুখোশের নিচে
হারিয়ে যাচ্ছে তোমার মাংসল মুখ
ইট বালি সুড়কির পোশাকের নিচে
শুকিয়ে যাচ্ছে তোমার সবুজ দেহ
ক্রমশ, ক্রমশ
ক্রমশ, ক্রমশ
ক্রমশ, ক্রমশ
ক্রমশ
Random Lyrics
- lunatic wolf - the end of the road lyrics
- beach bummer - unrequited love (& other clichés) lyrics
- dj alan gomez & blunted vato - kryptonita lyrics
- paper lanterns - ghost lyrics
- jon guerra - tightrope lyrics
- lildaggy - lil dreamer lyrics
- kristen bell - home lyrics
- widmore - if we can't live together, we're going to die alone lyrics
- hmb - sorri para mim lyrics
- sydney cameron - other girls lyrics