shonar bangla circus - perfumer fele deya botol lyrics
Loading...
কোন সুদূরের বন্দর থেকে
তোমার ঘ্রাণ ভেসে আসে
গরাদের ভেতর আমি হাঁসফাঁস করি
বিরাট পাখির ডানার নিচ থেকে
চাপা পড়া আমাকে উদ্ধার করি
আমি বারবার মরি, বারবার লড়ি
মৃত্যুর কাছে যাওয়ার দূরত্বের সাথে
পারফিউমের ফেলে দেয়া বােতলে
নতুন পৃথিবীর গন্ধ ডাকছে তােমাকে
তুমি যাচ্ছাে চলে এই বন্দর ছেড়ে
কোন সুদূরের দ্বীপের দিকে
কামুক পােতাশ্রয় তােমাকে দেবে আশ্রয়
অন্ধ বাতিঘর, বিষণ্ন সৈকত
পারফিউমের ফেলে দেয়া বােতলে
নতুন পৃথিবীর গন্ধ ডাকছে তােমাকে
Random Lyrics
- marcu5thebaw5 - mysterious 248,163,264 lyrics
- - omen44 - 雲から雲、海から海 - 2016 lyrics
- katerine - madame de lyrics
- ludmilla - te amar demais lyrics
- matariii - 777soldiers! (feat. cosmic cozzy, 777luux & taewop) lyrics
- jonathan mcreynolds - church people (reprise) lyrics
- rasskulz - snap lyrics
- tommy boysen - dile lyrics
- russian village boys - romantic & jackass lyrics
- dominik jesionowski - reality lyrics