shopnolok ov - ekhon ami onek valo tomay chara thakte pari lyrics
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে
ভালবাসি তোমায় আমি এইকথা জানি
তবে বলবো না আর আগের মত এখন আমিই…..।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
©eren99
Random Lyrics
- hiraes - chance to fail lyrics
- woody grooves - niks te zeggen lyrics
- al bano - storia di noi due lyrics
- duncan - ngiyabonga lyrics
- gianni zadro - i’m awake lyrics
- gobs - under vand lyrics
- mk onik - make a livin' lyrics
- fedrop - snow lyrics
- oysterband - a river runs lyrics
- the radar station - the giant lyrics