shovan ganguly - adure haowa lyrics
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
কতটা গভীর আজ তোর জল
জানিনা সাতারের কৌশল
কতটা গভীর আজ তোর জল
জানিনা সাতারের কৌশল
এভাবে ভালোবেসে তোর সাথে ভরাডুবি হতে হবে
যে নামে আসবে আজ কোন ভুল
যে নামে চাইবে আজ সে খবর
যে নামে ভাসবে আজ এ শহর
আদুরে হাওয়ায়
যে নামে আসবে আজ কোন ভুল
যে নামে চাইবে আজ সে খবর
যে নামে ভাসবে আজ এ শহর
আদুরে হাওয়ায়
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
একটা ছাতায় হাটলে দুজন শুরু কাহিনী
খোলাপিঠে আজ শব্দ লেখা অনুভবে চিনি
একটা ছাতায় হাটলে দুজন শুরু কাহিনী
খোলাপিঠে আজ শব্দ লেখা অনুভবে চিনি
মন খারাপ আজ চুলোয় যাক আদুরে হাত
এ শরীর বৃষ্টি খুজে পাক হোক আজ শুরুয়াত
যে নামে জানলা খুলে রাখা গান
যে নামে বাড়ছে দেখ চোরাটান
যে নামে মুছবো তোর অভিমান
হাতের পাতায়
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
চিলেকোঠা ছাদ গুমসুম রাত যদি থাকে
আনকোড়া মেঘ পাঠালো আবেগ কোন ডাকে
Random Lyrics
- pond - sixteen days lyrics
- pe-doff lyricson - maria lyrics
- kunto aji - sausade lyrics
- basement - be here now lyrics
- against the current - personal lyrics
- flatbush zombies - facts lyrics
- soulja boy - bitcoin lyrics
- doping panda - i'll be there lyrics
- dadju - jaloux lyrics
- tenca - пожалуйста, скажи lyrics