
shreemayee sarkar - o yaara lyrics
Loading...
হারিয়ে যাবো যেদিন আমি
পরবে মনে আমায়
এক ফোটা জল আসতে দিও চোখের কোণে তোমার
সেদিন যতই ডাকবে আমায়
দেব না আমি সারা
হয়ে যাবো সেদিন আমি নীল আকাশের তারা
o yaara
বদলে গেছে অনেক কিছু সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি আঁকড়ে ধরা হাত (×2)
গভীর চালে তোর আড়ালে তোর কাছে গেলাম
তোর কাছেতেই অল্প দামী সময় খুঁজতে এলাম
o yaaram
জুড়ছে আবার প্রথম প্রেমে টুকরো হওয়া মন
যেতে যেতে হারিয়ে গেছে বন্ধু কতজন (×2)
তোমায় নিয়ে ভাবতে আমার অনেক ভালো লাগে
ভালোবাসার অনুভূতি পাইনি আমি আগে
Random Lyrics
- ghost of an american airman - house on fire lyrics
- empty7 - nptlkl lyrics
- now henry - primeira vez lyrics
- mob & djo - si ce n'est la mort lyrics
- ярядом (yaryadom) - настроение (mood) lyrics
- jay creti - sciglie tu lyrics
- troy ramey & the soul searchers - near the cross live lyrics
- ollie - this that lyrics
- zoé - miele lyrics
- sage58 - closure lyrics