shreya ghoshal - বেলা বয়ে যায় (bela boye jae) lyrics
bengali script
ওরে ও
ওরে ও
ডাকে মন, সোনা মন।
বেলা বয়ে যায়
সে গেছে কাদের নায়।
জোছনা গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয়।
ও… বেলা বয়ে যায়
সে গেছে কাদের নায়।
জোছনা গাছে ফুল ধরেছে, খোকা ঘরে আয়।
রোদ্দুর ডানা মেলে, রামধনু গায়ে ফেলে, চাঁদ-কপালে চাঁদটিপ।
রোদ্দুর গেলে উড়ে, সাতরঙা মিঠে সুরে, আমাকে খুঁজে পেলে কি?
ওরে ও
ওরে ও
ডাকে মন, সোনা মন।
মায়ার পাখি গায়
দেখো সুয্যি ফিরে চায়।
আলোর জাহাজ খেলবি না আজ, আয় না ঘরে আয়।
সোনার কাঠি কই
শীতল পাটি কই।
নিশুত রাতে তোমায় ছুঁয়ে একলা জেগে রই।
ফুলবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই।
মা গো… ফুলবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই।
মায়ার পাখির সুর
রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরব ঘর আজ, বল না কতদূর।
ও… ঘুমপাড়ানি গান, তারে মেপে দেব ধান।
উথাল-পাথাল ঢেউয়ের তলে কান্নাজলে চান।
ফুলবাগানের বুকের ভেতর চাঁদেরই সন্তান।
ও… ফুলবাগানের বুকের ভেতর চাঁদেরই সন্তান।
মায়ার পাখি গায়
দেখো সুয্যি ফিরে চায়।
আলোর জাহাজ খেলবি না আজ, আয় না ঘরে আয়।
ও… মায়ার পাখির সুর
রোদ্দুরে ভরপুর
আলোর জাহাজ ফিরব ঘর আজ, বল না কতদূর।
রোদ্দুর ডানা মেলে, রামধনু গায়ে ফেলে, চাঁদ-কপালে চাঁদটিপ।
রোদ্দুর গেলে উড়ে, সাতরঙা মিঠে সুরে, আমাকে খুঁজে পেলে কি? (ও রে ও…)
রোদ্দুর ডানা মেলে, রামধনু গায়ে ফেলে, চাঁদ-কপালে চাঁদটিপ।
রোদ্দুর গেলে উড়ে, সাতরঙা মিঠে সুরে, আমাকে খুঁজে পেলে কি?
romanization
ōrē ō
ōrē ō
ḍākē mana, sōnā mana
bēlā baẏē yāẏa
sē gēchē kādēra nāẏa
jōchanā gāchē phula dharēchē, khōkā gharē āẏa
ō… bēlā baẏē yāẏa
sē gēchē kādēra nāẏa
jōchanā gāchē phula dharēchē, khōkā gharē āẏa
rōddura ḍānā mēlē, rāmadhanu gāẏē phēlē, cām̐da-kapālē cām̐daṭipa
rōddura gēlē uṛē, sātaraṅā miṭhē surē, āmākē khum̐jē pēlē ki?
ōrē ō
ōrē ō
ḍākē mana, sōnā mana
māẏāra pākhi gāẏa
dēkhō suyyi phirē cāẏa
ālōra jāhāja khēlabi nā āja, āẏa nā gharē āẏa
sōnāra kāṭhi ka’i
śītala pāṭi ka’i
niśuta rātē tōmāẏa chum̐ẏē ēkalā jēgē ra’i
phulabāgānēra māthāra ōpara cām̐da uṭhēchē ō’i
mā gō… phulabāgānēra māthāra ōpara cām̐da uṭhēchē ō’i
māẏāra pākhira sura
rōddurē bharapura
ālōra jāhāja phiraba ghara āja, bala nā katadūra
ō… ghumapāṛāni gāna, tārē mēpē dēba dhāna
uthāla-pāthāla ḍhē’uẏēra talē kānnājalē cāna
phulabāgānēra bukēra bhētara cām̐dēra’i santāna
ō… phulabāgānēra bukēra bhētara cām̐dēra’i santāna
māẏāra pākhi gāẏa
dēkhō suyyi phirē cāẏa
ālōra jāhāja khēlabi nā āja, āẏa nā gharē āẏa
ō… māẏāra pākhira sura
rōddurē bharapura
ālōra jāhāja phiraba ghara āja, bala nā katadūra
rōddura ḍānā mēlē, rāmadhanu gāẏē phēlē, cām̐da-kapālē cām̐daṭipa
rōddura gēlē uṛē, sātaraṅā miṭhē surē, āmākē khum̐jē pēlē ki? (ō rē ō…)
rōddura ḍānā mēlē, rāmadhanu gāẏē phēlē, cām̐da-kapālē cām̐daṭipa
rōddura gēlē uṛē, sātaraṅā miṭhē surē, āmākē khum̐jē pēlē ki?
Random Lyrics
- takamaru gaiden - opening battle lyrics
- rod - diário de um detento pt ii lyrics
- the cardigans - the boys are back in town lyrics
- yanix - шоу маст гоу он (show must go on) lyrics
- felix palmqvist - fall for you lyrics
- shawty prince - my ex lyrics
- manifesto - 10 toes deep remix lyrics
- metafour - ratchet & clank lyrics
- nekromantix - chasing ghosts lyrics
- ac/dc - rock your heart out lyrics