shreya ghoshal - tar katha lyrics
Loading...
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে
এই আলো+নেভা মোহিনী রাত কী বলে যায়
মন বোঝে না তো জেগে থাকে, তবু হাসায়
দেখা সে দিলো না, কাছে সে এলো না
হলো যে অধরা
তার কথা পড়ে মনে
ঝড় জেগেছে আজ, মনে মনে ঝরে পাতা
আজ কবিতা+গান সবই খোঁজে নীরবতা
সে তবু বোঝেনি, ফিরেও দেখেনি
অবহেলাতে যে
তার কথা পড়ে মনে একা নির্জনে
কেন সে আসে না, ও
তার কথা পড়ে মনে
Random Lyrics
- s3rl - eff the world - original mix lyrics
- ioulia kallimani - 7/7 lyrics
- rick_kill (rus) - snake lyrics
- t.t. quick - glad all over lyrics
- artur karton - тату (tattoo) lyrics
- they might be giants - ana ng (live at the music hall of williamsburg) lyrics
- landon conrath - leap year - audiotree live version lyrics
- uglyboy (rus) - психо (psycho) lyrics
- edie bens - don't love you anymore lyrics
- whyseason - два дня скит (two days skit) lyrics