
shreya ghoshal, pranab biswas - jao pakhi lyrics
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে+কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে কানাচ।
ও… যাও পাখি বলো হাওয়া ছলছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে+কানাচ।
আঙ্গুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ।
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ
আমি কি আমাকে… হুঁ হুঁ হুঁ…
যাও পাখি বলো হাওয়া ছলো ছলো
আবছায়া জানলার কাঁচ।
আমি কি আমাকে হারিয়েছি বাঁকে
রুপকথা আনাচে+কানাচ।
আঙুলের কোলে জ্বলে জোনাকি
জলে হারিয়েছি কান সোনা কি
জানলায় গল্পেরা কথা মেঘ
যাও মেঘ চোখে রেখো এ আবেগ
যাও পাখি বল হাওয়া ছল ছল
আবছায়া জানলার কাঁচ।
Random Lyrics
- luxe timeless & bessy bess - la mif et l'argent lyrics
- steve sniff - já & ty lyrics
- alldaway dre - on da block lyrics
- claire annabeth - part of your world lyrics
- redboy - go lyrics
- yo trane - magnetic lyrics
- lastreet - hashtag lyrics
- illicit thoughts - save me lyrics
- paps999 - moshpittt!!!!!!!!! lyrics
- matt sassari, miggy dela rosa & quarterhead - remedy lyrics