shreya guhathakurta - bodhu kon alo lyrics
Loading...
বঁধু, কোন্ আলো লাগল চোখে!
বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে!
ছিল মন তোমারি প্রতীক্ষা করি যুগে যুগে দিন রাত্রি ধরি, ছিল মর্মবেদনাঘন অন্ধকারে, জন্ম-জনম গেল বিরহশোকে । অস্ফুটমঞ্জরী কুঞ্জবনে, সংগীতশূন্য বিষণ্ন মনে সঙ্গীরিক্ত চিরদুঃখরাতি পোহাব কি নির্জনে শয়ন পাতি!
সুন্দর হে, সুন্দর হে, বরমাল্যখানি তব আনো বহে, অবগুণ্ঠনছায়া ঘুচায়ে দিয়ে হেরো লজ্জিত স্মিতমুখ শুভ আলোকে ॥
Random Lyrics
- yao - 初心不改 lyrics
- maundz - pink shirts lyrics
- tyus - faye lyrics
- كاظم الساهر - سيدة عمرى lyrics
- briga feat. sercho - eo-eo lyrics
- en?gma - eco lyrics
- famous last words feat. matt good - bury my burdens (feat. matt good) lyrics
- jermaine jackson - we can put it back together lyrics
- cult to follow - 10 seconds from panic lyrics
- seithèn - kelly key lyrics