shubha mudgal - aakash bhora surjo tara lyrics
Loading...
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
অসীম কালের যে হিল্লোলে
জোয়ার-ভাঁটায় ভুবন দোলে
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে,
ছড়িয়ে আছে আনন্দেরই দান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ।
কান পেতেছি, চোখ মেলেছি,
ধরার বুকে প্রাণ ঢেলেছি,
জানার মাঝে অজানারে করেছি সন্ধান,
বিস্ময়ে তাই জাগে আমার গান ॥
Random Lyrics
- big black delta - kid icarus lyrics
- david deboy feat. da hons - crabs for christmas (1981) lyrics
- corpsickle - cadaverous luncheon lyrics
- minami takahashi - kagamiyo kagami lyrics
- guilherme treeze - la nuestra família lyrics
- ngoc son - tiền lyrics
- bear's den - hard life lyrics
- tony money & young miky t.y. - tu mirada lyrics
- justine skye - agenda lyrics
- amirsaysnothing - employee of the month lyrics