shunno - pother shilpi lyrics
Loading...
[verse+1]
কারও কারও
দুপুরগুলো
ঘুণেধরা
ইচ্ছেমত
[pre+chorus]
কারও কাছে
স্বপ্নটুকুও
অস্পৃশ্য এক
বোধের মত
[chorus]
ওদের কথা বলা থাকে
পথের সব ধূলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে
আসে না তো ওদের গল্পে
[instrumental break]
[verse+2]
কারও কারও
হাতের রেখা
ফাঁকি দিয়ে
যায় শুধু
নিজের জন্যে
কখনো সুখের
পায় না ধরা
ওদের মুঠো
[chorus]
তুমি যখন অলস বসে
কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয়
স্বপ্ন ছাড়া কাগজ টুকরো
Random Lyrics
- illrain - run!! lyrics
- 6obby - big blue lyrics
- araf - katil zaman lyrics
- jessica darrow - surface pressure lyrics
- ariana grande - confused (unedited) lyrics
- chillinit - jamie oliver (skit) lyrics
- bustamej - et c'est cool lyrics
- 1mill - star lyrics
- lulume (formally lulurapstoo) - prodigy (remix) lyrics
- vonne wayne - text back lyrics