shuvo islam - shey amay_shuvo islam_aryan faiz lyrics
Loading...
সে আমায় বোঝে না +আমি কাউকে বুঝি না
সে আমায় ভালোবাসে না+আমি কারো সঙ্গ খুজি না।
আমার স্বপ্ন জুড়ে ছিলো যে!
রাত দুপুরের কাছে পেতো সে
আশার দিশারি খুঁয়ে এলে +পূর্ণ হতো নেমে সে, নিমেষে।
আমার ব্যালকনিতে ঝরে পাতা+ঋতু বদলের উষ্ণতায়
কাক ডাকে না চাঁদ ডুবলে+সঙ্গ শূন্যতায়
বালিশ যেথায় সুখ বুঝেছে! মেঘের গড়াগড়ি
কাছিম গতিতে দুঃখাহত+ঘড়ি চলে তব আনাড়ি।
শশী তুমি আমার বিষাদের মহা কারন
চাই না চাই তবু না পারি তোমার করিতে বারন।
কেনো তুমি বারবার দুঃখ নিয়ে ফিরো
অন্ধকারে ভালো আছি+ নেই প্রয়োজন আলোর।
Random Lyrics
- yefta james - (dia) baru putus lyrics
- mérida feat. tesla da cherry - no debo lyrics
- rakzz - trending lyrics
- austin michael (country) - whiskey in the dirt lyrics
- j1hunnit - instagram games lyrics
- brook(e) - coming home lyrics
- naykei - w.a.f.a lyrics
- sonyae - made you wait lyrics
- оу74 (ou74) - лето горячее (summer is hot) lyrics
- hoshie star - feel ur luv lyrics