shuvo - britter baire lyrics
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে
ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
Random Lyrics
- maribeth mccarthy - you can't stop the glee lyrics
- sdp - echte freunde lyrics
- h.r. jothipala - ganga addara lyrics
- arkadia feat. peter lanzani - hipersomnia lyrics
- d-roya - wdyl? - tupac lyrics
- nels (the artist) - not gonna change lyrics
- lonesome wyatt and the holy spooks - summer sky lyrics
- quarteto athus - cordeiro de deus lyrics
- bad bunny - me llueven 3.0 lyrics
- t.rich - withdrawal. lyrics