
siam al mahmud - khuje firi je tomay lyrics
Loading...
খুঁজে ফিরি যে তোমায়, তবু তো খুঁজে না পাই
থাক তুমি বহুদুরে, ধরিতে পারিনা তবু চাই।
মরিচিকা হয়ে তুমি দেখো যে আমায়
ধরি ধরি ধরি তবু ধরিতে না পাই
দূর হতে দেখে তবু আশা যে মিটাই।
তোমাকে মনে করি, কত কাছে তুমি
এগিয়ে থাকি তবু দূরে থাকো তুমি।
দুর থেকে ভাবি আমি, এখনি যে পাই
যত ভাবি কাছে যাবো, শুধু যে হারাই
পাবো পাবো ভেবে মনে তবু পেতে চাই।
Random Lyrics
- bzzzt sound system - kariera lyrics
- gustavo gatsby - colombian cocaine ii (s03) [ep03] lyrics
- brandão85 - *disneylândia lyrics
- sam avry - no friends. lyrics
- nnewmann - project x lyrics
- rich arrowz - lost it lyrics
- tom letson & the letdown - hurry while supplies last lyrics
- godenemie - жизнь никуда не вела [life wasn't going anywhere] lyrics
- berty - tolú lyrics
- reza ghozali - tangled heart lyrics