azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

skibkhan - abaar juddhe jete hobe lyrics

Loading...

[intro: skibkhan]
yeah, it’s your boy skibkhan on the mic
ah, bangla tape, ah

[verse 1: skibkhan]
কোনো এক যান্ত্রিক শব্দ
কেড়ে নিলো স্বপ্ন
বর্ম পরে শুরু যাত্রা যুদ্ধর
আছে আরো যোদ্ধা পরনে বর্ম
খাবার জুটবে যদি রাজা পায় স্বর্ণ
শহর সবাইকে দেখায় এক স্বপ্ন
সবাই আজ অন্ধ, নিজ কাজে ব্যস্ত
বিরোধী অতিষ্ঠ, সরকার মুগ্ধ
চাকা ঘুরাচ্ছে এক প্রতিবেশী চক্র
অস্ত্র dohs+এ জব্দ
বলো কারা লড়বে এই যুদ্ধ?
চলো এক সাথে নিরস্ত্র
জনতার মঞ্চ
বাধা বিপক্ষ, ধ্বংস

[chorus: mac haque]
এই ইন্টারনেটের যুগে মোড়ল মানসিকতা এখনই রুখতে হবে
বাকস্বাধীনতা, মুক্তচিন্তার সংস্কৃতি গড়তে হবে
আয়, তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
আয়, তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
মানবো না কোন নেতা নেত্রী কিংবা
রাজনৈতিক দলের সুবিধাবাদী অঙ্গীকার
আয়, তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
আয়, তোরা আয়, নির্ভয়ে তোরা আয়
নিরপেক্ষের পক্ষ নিয়ে লড়ে যাবো আমরা লড়াকু জনতা
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে+দেয়ালে চিকা মেরে দে
তোরা দেয়ালে+দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারও যুদ্ধে যেতে হবে
[verse 2: skibkhan]
কোন দিকে যাচ্ছি, কোথা থেকে আসছি
বলো কে নাস্তিক+আস্তিক? “বামে plastic”
বলে ডানে টেনে চলে গেলো ঐ বাস ঠিক
তার উপর দিয়ে দুর্ঘটনা মর্মান্তিক
দুই ঘন্টায় সব ঠিক, পুলিশ আর public
বয়স ছেচল্লিশ তাও নেই স্বাধীনতা
নাই কোনো চাকরি, নাই কোনো শান্তি
সবাই ছুটছে কিসের পিছে?
টাকা? যা+তা
গনতন্ত্রের নাম এ ষড়যন্ত্র
কেউ কিছু বলছে না সব ক্লান্ত
বিদ্রোহী জনতা জাগ্রত
চলো এক সাথে লড়ি স্বাধীনতার যুদ্ধ

[chorus: mac haque]
আজ ধর্ষণ+ধর্ষণ এসিড নিক্ষেপণ অস্ত্রধারী চারিদিকে
বিশেষ ক্ষমতা আইন বিশেষ ক’জনাকেই ক্ষমতায় অটুট রেখেছে
শান্তি দে, দে বাঁচতে দে
শান্তি দে, দে বাঁচতে দে
নইলে মোদের খুনী+সন্ত্রাসীদের সন্মুখে লড়বার অস্ত্র হাতে তুলে দে
চাকরি দে, দে চাকরি দে
চাকরি দে, দে চাকরি দে
নইলে মোদের অসৎ পথে বেঁচে থাকবার অধিকারটুকু দে
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে+দেয়ালে চিকা মেরে দে
তোরা দেয়ালে+দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারও যুদ্ধে যেতে হবে



Random Lyrics

HOT LYRICS

Loading...