skibkhan - keno ei poth nile lyrics
[verse 1]
playgroup থেকে grade seven ভালো ভাবে কাটলো
বন্ধুর পাল্লায় cigarette ধরলো
ধোঁয়া বের হতো with every নিঃশ্বাস
আড্ডায় খেতে খেতে হয়ে গেলো অভ্যাস
এখন ছাড়তেও পারে না, পারলেও ছাড়ে না
অকালে মৃত্যু হয়, তাও সে মানে না
দরকারে বাপের pocket, মায়ের purse
দোকানে বাকি রেখে মিটিয়েছে thirst
matric, o+levels, মাথা ভরা tension
সারাদিনে লেগে যেতো এক pack benson
মা যখন বলতো, “গায়ে কেন গন্ধ?”
চিল্লিয়ে বলতে, “মা, তুমি অন্ধ”
রাস্তায়, hotel+এ, coaching+এ, দোকানে
বিড়ি+cigarette সবাই খায় সবখানে
[pre+chorus]
মিথ্যের আশ্রয়ে আর কতদিন?
মনে হবে একদিন তরুণ ছিল রঙিন
[chorus: sakib rahman]
কেন নিলে এই রঙ? এই রঙ কেন?
এই পথ কেন? এই সুর কেন?
কেন নিলে এই রঙ? এই রঙ কেন?
এই পথ কেন? এই সুর কেন?
[verse 2]
পরীক্ষা শেষে ঘটালে জীবনের ধ্বংস
কাঁচি দিয়ে পোটলা খুলে করলে ক্ষুদ্র অংশ
কেউ বলেছিলো, “দোস্ত, একবার খা”
মন করেছে বিশ্বাস যেন তুমি রাজা
গাঁজা খেয়ে ফুটপাতে বসে বলেছো, “বুদ্ধি খান”
গাড়ি দিয়ে কেড়ে নিবে 30 to 50
বন্ধুর বুকে ছুরি, নিয়ে নিলে set
he tried to retaliate
তুমি দিলে এক threat, সে দিলো এক date
রাস্তা ভরা পোলাপান
হঠাৎ করে পিছে দিয়ে ক্ষুর দিলো টান
তুমি রক্তাক্ত medinova, cabin সাত
চোখ খুলে দেখো তোমার পুরো পরিবার
তাও মন মানলো না, ভুল আর ভাঙল না
গ্যাঞ্জাম গাঁজা চললো, কেউ জানলো না
[pre+chorus]
মিথ্যের আশ্রয়ে আর কতদিন?
মনে হবে একদিন তরুণ ছিল রঙিন
[chorus: sakib rahman]
কেন নিলে এই রঙ? এই রঙ কেন?
এই পথ কেন? এই সুর কেন?
কেন নিলে এই রঙ? এই রঙ কেন?
এই পথ কেন? এই সুর কেন?
[verse 3]
সকালে উঠে মনে মনে তুমি বলতে
সারাদিন যেন তুমি ভালো ভাবে চলতে
অসুখ হয়নি তাও খেয়েছো pill
পুড়িয়েছো তুমি অনেক লাল, হলুদ, নীল
“আজকে concert আছে, কিছু টাকা দাও, বাবা”
এই বলে সঙ্গীর সাথে খেতে যেতে ইয়াবা
করেছো কি চিন্তা, কই তুমি যাচ্ছ?
just to be cool, কী তুমি খাচ্ছ?
নিজের শরীর নিজে করেছ নষ্ট
এই তোমার মায়ের দশ মাসের কষ্ট
কেউ চিন্তাও করেনি এই দিন দেখবে
রঙিন তরুণ, কবে তুমি ফিরবে?
ফিরে যেতে চাও? সম্ভব সত্য
পরিষ্কার করো তোমার বিষাক্ত রক্ত
[pre+chorus]
মিথ্যের আশ্রয়ে আর কতদিন?
মনে হবে একদিন তরুণ ছিল রঙিন
(তরুণ ছিল রঙিন)
মা, তুমি অন্ধ (মা, তুমি অন্ধ)
(তরুণ ছিল রঙিন)
(তরুণ ছিল রঙিন)
(তরুণ ছিল রঙিন)
[chorus: sakib rahman]
কেন নিলে এই রঙ? এই রঙ কেন? (তরুণ ছিল রঙিন)
এই পথ কেন? এই সুর কেন? (তরুণ ছিল রঙিন)
কেন নিলে এই রঙ? এই রঙ কেন? (তরুণ ছিল রঙিন)
এই পথ কেন? এই সুর কেন? (তরুণ ছিল রঙিন)
Random Lyrics
- robstar - somebody like you lyrics
- luvmechade - goin to heaven lyrics
- young nass - helpless lyrics
- minor lyrics - bonus - came from the nightosphere lyrics
- matt bodman - clementine lyrics
- sir anthony isaacs - password lyrics
- bonnie keen - a gate called beautiful lyrics
- trannos (grc) - το ξέρω (to kserw) lyrics
- new alone - crystal clear lyrics
- fbg young & fbg duck - chase n dough lyrics