snarebyt & nihon - chondo giti lyrics
[intro: nihon]
mic check, aye, aye
[verse 1: nihon]
এই, তগো খারের জবাব ঘারে
শীতলক্ষ্যার পারে
নারে নারে ফটকা গিট্টু
কে কারে ছাড়ে?
বক্কর+চক্কর লোয়া+লক্কর সবডিয়ে লাডে
নিজেগো কাম আদায় করতে জুইত মতো চাডে
যতই জ্বলোস বেট্টা থাকবি আংগো তলে
বেশি সাধন চাইলে জাগা কইলাশ পর্বত ছলে
মুহের মিদ্দে কলা, কানের মোডা লতি
হাসা কতাই ক’তি তর কিয়ের ক্ষতি
কান খাইলো হকুনে দোষ পরসে চিলের
লরাদশা লাইজ্ঞাই রইসে মিল নাইক্কা দিলের
ঘরে ঘরে তগো মতো বৈরাগীর অভাব নাই
ভায়ে কি নারায়ণগুইঞ্জা জিগাইলে আর জবাব নাই
যেই কাইস্টার কাইস্টা
ছারে না মাসের আইস্টা
পেট না ড্যাগ দেকলেই বুঝা যায় সাইজটা
এই শহরের বুকে জালাল
তর চোইদ্দো গুস্টি দালাল
সোনায় পাইয়া সোহাগা লালে লাল শাহ জালাল
[chorus: nihon]
হুইন্না যা, হুইন্না যা ছন্দগীতি হুইন্না যা
তর গাছে তো ফুল ফোটে না, নতুন কইরা বুইন্না যা
হাতেনাতে ধরা, কুমির কান্দন কাইন্দা যা
হরণ+তরণ আতকা মরণ, মাইনকা চিপায় হাইন্দা যা
এই, হুইন্না যা, হুইন্না যা ছন্দগীতি হুইন্না যা
তর গাছে তো ফুল ফোটে না, নতুন কইরা বুইন্না যা
হাতেনাতে ধরা, কুমির কান্দন কাইন্দা যা
হরণ+তরণ আতকা মরণ, বাবা রে
[verse 2: nihon]
আলো বুইরার গরে বুইরা লো,চোইদ্দ শহর ঘুইরা লো
উইড়া বইসত জুইরা,রঙের শেষ নাই রংপুইরা লো
হতীনের হাত সাপের ছোঁ, মধু দিলেও তুইল্লা থো
পুরান কতা ভুইল্লা থো,মনের দরজা খুইল্লা থো
জমে কাউরে ছারে না, আয় তো আর বাড়ে না
ধইজ্জ সইজ্জ সময় লাগলেও কচ্ছপ কইলাম হারে না
ভালা মাইনসের সৎ নসিব, বেয়াদবের বদ নসিব
রস কস নাই কতার মিদ্দে, ভায়ে বলে, “খুব রসিক”
নিজের দোষ শিকার যায় না ছুতার উরপে ছুতা
পুডি মাস ধরতে যায়া ছিরা লাইসে হুতা
হুদ্দা মিসি, চিল্লাইস না বিসি
যার নাটাই দা গুড্ডি উরাস হেরোই কাইট্টা দিসি
পোলার বাপও হেরোই আবার মাইয়ার বাপও হেরোই
কবরে গেসে এক ঠ্যাং তাও গেডির রগটা তেরাই
তগো ঘি খাওয়াইলাম গু না,তা ও দিলি চুনা
আংগো মাতায়ই কাডল ভাংতে চাস সর্বনাশ
[chorus: nihon]
হুইন্না যা, হুইন্না যা ছন্দগীতি হুইন্না যা
তর গাছে তো ফুল ফোটে না নতুন কইরা বুইন্না যা
হাতেনাতে ধরা, কুমির কান্দন কাইন্দা যা
হরণ+তরণ আতকা মরণ, মাইনকা চিপায় হাইন্দা যা
এই, হুইন্না যা, হুইন্না যা ছন্দগীতি হুইন্না যা
তর গাছে তো ফুল ফোটে না, নতুন কইরা বুইন্না যা
হাতেনাতে ধরা, কুমির কান্দন কাইন্দা যা
হরণ+তরণ আতকা মরণ, বাবা রে
[verse 3: nihon]
এই ল trap beat on
ঝারি হুইন্না fit on
মিরপুরের snarebyt, নারায়ণগঞ্জের nihon
আমরা যেডি কই হেডি কি কইতারবি?
আরে বেডা গানে যেমনে লই হেমনে কি লইতারবি?
তগো তো মিডা কতায় চিনি নাই
ঋণেরর খাতায় ঋণী নাই
জ্ঞান লইয়া পারাপারি জ্ঞান আসে জ্ঞানী নাই
আগে হিগ পরে বেস,নাইলে অকালেই পেস
এক বিসিতেই তাল শেষ, ছোডো মইসের জাল শেষ
[bridge: nihon]
শীতের মিদ্দে ঠান্ডা চাইলে
খাইল্লা মাতায় গান বাজাইলে
চুরি কইরা ধরা খাইলে
মান ইজ্জত যাইবো তাইলে
শিয়াল পন্ডিত মাগুর পাইলে
ফাল দিবো লাগুর পাইলে
গরিমা বাইড়া যায়গা
খালের মাঝি সাগর পাইলে
শীতের মিদ্দে ঠান্ডা চাইলে
খাইল্লা মাতায় গান বাজাইলে
চুরি কইরা ধরা খাইলে
মান ইজ্জত যাইবো তাইলে
শিয়াল পন্ডিত মাগুর পাইলে
ফাল দিবো লাগুর পাইলে
গরিমা বাইড়া যায়গা
খালের মাঝি সাগর পাইলে
[outro: nihon]
aye, snarebyt, aye
aye, peace
Random Lyrics
- love driven fury - they left without saying goodbye lyrics
- olin janusz - no one here will harm you lyrics
- kuedo - in your sleep lyrics
- no buses - them us you me lyrics
- bitter fly - red lyrics
- ewy - bus stop (reprise) lyrics
- rxnde akozta - rx.nde lyrics
- little darius,young capricorn - bluetøoth lyrics
- veryrarejay - sssametime lyrics
- divulgence - proximity mind lyrics