snita pramanik - sakatare oikandichhe lyrics
Loading...
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।।
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।।
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে।।
Random Lyrics
- taylor karras - magic school bus lyrics
- voodoo browne - i'm in love lyrics
- ramazan küçük - sen lyrics
- kehlani - distraction lyrics
- dreezy - wasted lyrics
- jadal - mish maktoobeh lyrics
- 田馥甄 - 什麼,哪裡 lyrics
- lionel benjamin & les frères déjean - ou kitem' ou alé lyrics
- 乃木坂46 - 裸足でsummer lyrics
- smle, hype turner & maryellen - with me lyrics