
social circus - akosshik lyrics
Loading...
আবার যখন মুখোমুখি হবো
অপ্রকাশিত সত্য আমায় কি ভাবালো
আড়াল যখন বিকশিত হলো
অপরিচিত ক্ষণ আমায় কি ভাবালো
অপ্রতুল আবেগে বন্দি হয়ে থাকি
তবুও তোমাকে আড়াল করে রাখি
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
আমার চোখে বিষন্নতা খোঁজো
নীরবতায় খুঁজে ফিরে তোমায় কি শোনালো
জানি আবার মুখোমুখি হবো
আমার ছোঁয়ার রঙ তোমায় কি সাজালো
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
Random Lyrics
- emzae - waste our time lyrics
- oliver throne - bulb fiction lyrics
- offbeat - the hipsters are coming lyrics
- blood and sun - cain's orchard lyrics
- bankroll fresh - understand lyrics
- j hundo - going home lyrics
- emmv - overcast lyrics
- girls' generation - let it rain (korean version) lyrics
- leumas shikamaru - keine homies lyrics
- vicearnold - sonbahar 2 lyrics