social circus - shopno feri lyrics
Loading...
স্বপ্ন বেচাকেনার এই শহরে
আমার মত আর কেউ কি আছো
নির্ঘুম রাত হেটে শুন্য সিগনালে
নির্ভুল স্বপ্ন ফেরি করো
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
খেয়াল করে দেখো
ভিড়ের মাঝেও একলা তুমি
নিজের ছায়ার মতো
সময় পেলে ভেবো
নিজের ভুলেই হারছো তুমি
স্বপ্ন ভাঙার মতো
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
Random Lyrics
- allen/olzon - never die lyrics
- joseph idoko - clear skies lyrics
- lola young - pick me up lyrics
- sad sap - the devil's in the details lyrics
- louie zong - a very good wizard lyrics
- דורון מדלי - hapisga shelcha - הפסגה שלך - doron medalie lyrics
- hazhe - kisses for you lyrics
- antonello venditti - non so dirti quando lyrics
- pj sin suela, jorge drexler - loco loquito lyrics
- swamp dogg - please let me go round again lyrics