
sohan ali - byabodhan lyrics
Loading...
[pre+chorus]
অবহেলায় পড়ে থাকা ফুল
আর কত ভুল, আর কত ভুল
বৃষ্টির মতো বিলিয়ে দেয় নিজেকে
সব শুধু বলে যেতে চায়
শোনে না কেউ, শোনে না কেউ
সব শুধু নিয়ে যেতে চায়
দেবে না কেউ, দেবে না কেউ
[chorus]
এ শহরে মন খুলে গান
গাওয়া পাখি নেই, নেই পিছুটান
মায়া+দয়া নেই, আছে ব্যবধান
তোমার+আমার
এ শহরে নেই, মায়ের মতো চাঁদ
জোনাকি পোকা, তাসনিম রাত
যোগাযোগ নেই, আছে অযুহাত
তোমার+আমার
[verse]
বেওয়ারিশ ভালোবাসা
উড়িয়ে দিয়েছি আকাশপানে
আগন্তুকের সাথে হলো না দেখা
রাত বিনিময়
বলা হয়নি বিদায়
কষ্ট জানে, কষ্ট জানে
[chorus]
এ শহরে মন খুলে গান
গাওয়া পাখি নেই, নেই পিছুটান
মায়া+দয়া নেই, আছে ব্যবধান
তোমার+আমার
এ শহরে নেই, মায়ের মতো চাঁদ
জোনাকি পোকা, তাসনিম রাত
যোগাযোগ নেই, আছে অযুহাত
তোমার+আমার
তোমার+আমার
Random Lyrics
- soraxleblanc - yagami (sped up) lyrics
- nyggo - censurado lyrics
- auri - oh, lovely oddities lyrics
- weezer - i'm your daddy (serban ghenea mix) lyrics
- latrelle - file 1 lyrics
- bally baby - sum 4 sell lyrics
- foxcult - square zero lyrics
- evanescence - lithium (album/remastered version) lyrics
- wifi - 7 ringzzzzzzz lyrics
- tres hermanas - the power of your love lyrics