somchanda bhattacharya - aaj baaje lyrics
ওম জয়ং দেহি মা
বালাম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান(২)
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো(২)
নীল আকাশ এ তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
Random Lyrics
- the neighbourhood - noise lyrics
- marilyn manson - blood honey lyrics
- lala - mon amour lyrics
- yahaira plasencia - quítame ese hombre lyrics
- kb - hometeam lyrics
- offset - cinco de mayo lyrics
- quinton marks ii - happy lyrics
- phoebe bridgers - would you rather lyrics
- macklemore feat. abir - zara lyrics
- leveck feat. scarlleth - tornado warning lyrics