
somlata and the aces - ude jete chaye lyrics
Loading...
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো,
চিল পাখিটার ভেঙেছে ডানা…
মিল পেয়েছে আজ দুজনে দুটো…
ঝিল পেরিয়ে ওরা, উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
কতো শীত… ভরা ছাদ…,
কতো ঘুম পার করে,
কিছু রোদ মরশুম ধার করে…
কতো ভুল… ভরা খাদ…,
কতো ভয় পার করে…
কিছু ঠিক বিনিময়ে ধার করে…
চেয়ে থাক, খোলা মাঠ.
ধুলো গ্রাম… এভাবেই.
মিশে যাক, দুটো নাম
হাওয়াতেই…
পরে থাক যা ছিল,
যেটুকুই এখানে.
একে এক মিলে দুই
হওয়াতে…
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো,
চিল পাখিটার ভেঙেছে ডানা…
মিল পেয়েছে আজ দুজনে দুটো…
ঝিল পেরিয়ে ওরা, উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
ayshu
Random Lyrics
- lil ak & 6ix9ine - lanes lyrics
- song yu vin - the last letter (마지막편지) lyrics
- saturday (세러데이) - wifi (와이파이) lyrics
- joey graceffa - make believe lyrics
- tony kakkar feat. young desi - ludo lyrics
- pyramid vritra - goldielocks lyrics
- cnco - pretend lyrics
- t-pain - all i want lyrics
- copeland - have i always loved you? lyrics
- lx & maxwell - obststand 2 (snippet) lyrics