somrat sij - ticket bech (টিকেট বেচ) lyrics
[verse 1]
চিপায় গোপনে হামতাম লাগায় দেয় যেই কালা পোলা
আয়হায়, ভাতিজা গোয়া হুলায় করলো কী?
quantity না quality মাগার এইবার হইলো কী?
ফাঁচুকি, ভোঁতা, নিলে হিসাব পাই টু পাই
তর মতো এইডি বালের গান আমি এক রাইতে বানাই লাই
মালডা এমনই, কইলে আজগুবি লাগবো সবই
বাল ছিড়া আইসে টাল কইরা আঁটি বান
copy গানে হাইগা, হইসে গু ছাপ কইরা যা বাইত
“লাল বাত্তি” লাগা রিক্সাতে হুইত্তা বাসর রাইত
কাটা লরিতে, অটো রিক্সা ফাঁড়িতে
ফাঁপড় লয় ব্যাটার ব্যাটা থাইকা মামার বাড়িতে
মানায় তরে শাড়িতে, নখ দেইখ্যা জ্বীন ভাগে
দর্জি আইসে rap করতে দেইখাই তো ঘিন লাগে
দরবেশ বেশে এইডি সব গুটিখোর
১২ বছর খাটনির পর গিয়া জন্ম হইসে
তর মতো শত rapper আছে আমগো মিরপুরের মোচড়ে
আর আমি চিল রূপে একবার আহি বছরে
[chorus]
না বুইঝা সোনামণি লইয়া লইলি ঘ্যাঁচ!
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
লাগসে বালে+বালে প্যাঁচ বাংলা rap+এ
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
না বুইঝা সোনামণি লইয়া লইলি ঘ্যাঁচ!
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
লাগসে বালে+বালে প্যাঁচ বাংলা rap+এ
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
[verse 2]
এই কইসি তরে লইসি মূর্খ, বুঝোস নাই মানে ব্যাটা
কার লাউড়া কার মুহে জনগন জানে ব্যাটা
গালাগালি রক্তে তর, internet পক্ষে তর
scene+এর ভিত্তে তর ভাই চালু সবডি “কান ধর”
লাউ পাতা বিলাইতে ক মা’রে, মদনা উঠসে ঘাড়ে
বদনা হাতে পাড়ে বাপ ডাকে যারে তারে
গানের ভিতরে নাকি ফারে
কই ব্যাটা? ১২ ঘণ্টায় তর ভাই reply দিতে পারে
এনে scene ঘুরায় লাইসি, বুঝোস নাই ভায়া?
লইসি তো লয়া লইসি, বুঝোস নাই ভায়া?
[chorus]
না বুইঝা সোনামণি লইয়া লইলি ঘ্যাঁচ!
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
লাগসে বালে+বালে প্যাঁচ বাংলা rap+এ
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
না বুইঝা সোনামণি লইয়া লইলি ঘ্যাঁচ!
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
লাগসে বালে+বালে প্যাঁচ বাংলা rap+এ
হপায় গ্রামেরতে গুলিস্তান আয়া টিকেট বেচ, টিকেট বেচ
Random Lyrics
- pénitence onirique - le corps gelé de lyse lyrics
- mc kresha & lyrical son - nektari peruan lyrics
- @тундра (@tundra0) - ошибка выжившего (survivor's error) lyrics
- gunna - get it bacc lyrics
- karr melina - purse lyrics
- lil kranky - thëy wanna be lyrics
- kuqe 2115 - joint i sport lyrics
- 44neverluv - не в зоне (not in the zone) lyrics
- yung head$hit - #freehead lyrics
- ohmyg 51 - northside lyrics