somrat sij - tobarok lyrics
[intro: somrat sij]
কী রে মা+গের পো? এই
[verse 1: somrat sij]
লঞ্চের হোগাত ধইরা নারায়ণগঞ্জ ভাড়া থাইকা টাউন চোদাস
শুক্কুর শুক্কুর আষ্টো দিন rap কইরা crown চোদাস
sij+এ prime+এই running পিডাই মারে তোগো rhyme+এই!
scene+এ ভিজা বিলাই ধইরা গড়ায় লেংটা কইরা ছাড়ি প্রতি line+এ
ব্যাটা তুই চিমটি কাট, মালুঞ্চি না ধইঞ্চা তুই
“উসিলা” ভাবিস না নিজেরে, scene+এ তোর বাপেগোরেই পুইত্তা থুই!
ব্যাবসা চোদাস দোকান কার?
বাংলা rap+এর কুলাঙ্গার
চালু কইরা shutter ফালাইয়া পালাইয়া
জালালি বেইচ্চা হোগা ভার না হোগা চাট
২৫ না ৫০ দা মারমু এইবার হোগাত পার
১ বার না ১০০ বার বাংলা rap+এর escober
বাংলা rap+এর drop scene না বাংলা rap+এর চমৎকার
তোর বাপের অভাব নাই মাগার প্রশ্ন ডা তুই পোলা কার?
গানে খোঁচা মাইরা trending+এ
carrier তোর ending এ
যে জুতা মারমু গালে ওইডার আঠা ঘইসা ডেন্ডি নে
চোর কস তুই মাঙ্গের পো master copy divine+এর
fame লাগবো এই scene+এ তোর বাপের লগে anti নে
দেশ নিয়া তোর গান কই?
তোর মারে নিয়া গান কই?
তোর ভালোবাসার গান কই?
তোর সুখ+দুঃখের গান কই?
দুর্নীতি নিয়া গান কই?
তোর জীবন নিয়া গান কই?
তোর hustle নিয়া গান কই?
হুদা diss ছাড়া গান কই তোর?
[skit: taurra safa]
কথা বুঝোস, আমি তো সব চিনি ভাই
এইডিরে আমি খালি চুল ধইরা টাইনা লইয়া আইলে
একবারে বাপ সুদ্ধা আইবো
তুই ishmam রে ধর, ishmam আর snarebyt
এই দুইটারে ভাই যেদিক পাইবি আমারে নগদ ডাক দিবি
আমি নগদ হাজির হমু
হ, ভাই, এডি ধরুমই ভাই, এডি ধরমুই, ঠিকাসে?
এডি কোনো মাফ নাই
এহন খালি আমার এগোরে পাওন দরকার
আর মনে কর shezan+রে লগে যে backup দিবো
ওরে আমার দরকার, বুঝোস নি যে?
ওর কোন বড় ভাই আছে আমি বড় ভাইডারে দেখমু
আমি উত্তরারতে টাইনা নিয়া আমু ভাই সবটিরে
আমি এমুনভাবে মারুম যে মামলা হইবো
[verse 2: somrat sij]
দেহি না দুই মুইক্খা পাইটু গো ভাবসাব কী
ঠিকই সামনে পইড়া গেলে তুই বাপ ডাকবি
কীয়ের লাল বাত্তি? কীএয়ের মেশিন পাত্তি?
বালে বালে জট rap scene+এর কালসাপ দি
নজর নামায়া শানপাত্তি কম এনে
তোর মতো don এনে জুতা ছাইড়া gone এনে
আর কেডা replica আর কেডা original
তোর hood পুরাডাই লাগে ভেড়ার পাল!
বেডা বাপ এর না নিজের মালপাত্তিতে চলি
লাত্থিতে তোর মতো নশু নিয়া মাঠে খেলি, এই
diss দিয়া loss নাই ভালাই তো
সাফা মইরা গেলে ভায়া আমার বাল হইবো
diss ছাড়া তোর কোনো ভাত নাই
যারে তারে বাপ ডাইকা আর কোনো লাভ নাই
এই scene+এ বাপের উপর বহু বাপ আছে
but আমার উপরওয়ালার উপর বাপ নাই
[chorus: somrat sij]
public+এ হুনসে “high life, tholla”
ঘরে ঘরে চলসে “cypher bangla”
পাবলিক এ হুনসে “shopno, shampan”
“dhaka 1206, gaan loge taan”
এই লো তবারক
ভাগে যোগে, ভাগে যোগে তবারক
খায়া ল, খায়া ল তবারক
serial+এ খাড়া লে তবারক
বাংলা rap+এ ছিটাই তবারক
হা!
Random Lyrics
- breskvica & zorana mićanović - crni šećer lyrics
- tre svaint - satin sheets lyrics
- rassell - meydan bridge freestyle lyrics
- gracia soberana música & adoración la ibi - el dios que adoramos (en vivo) lyrics
- magdalena bay - that's my floor lyrics
- andrea (uk) - i only wanna love you lyrics
- fake leather jacket - october thirty first lyrics
- tayfall - if i lyrics
- x1 (bra) - tandera lyrics
- henry (henry's music) - shy lyrics