soumarshi banerjee - hariye jao lyrics
Loading...
তোমার দুটি মায়া চোখে
লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।
তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর
জ্বলুক প্রাণে আলো। (২ x )
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও |
জানি তোমার রাতে ঘুম
হয়না যে আর
জানি আছে মনে অস্বস্তি তোমার
জানি আঁধার রাতে জেগে কাঁদো তুমি
ভাবো ঘটবে কবে
এ যন্ত্রণার অবসান।
তোমার দুটি মায়া চোখে
লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।
তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর
জ্বলুক প্রাণে আলো।
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও।
Random Lyrics
- shiphrah - you saved me (sped up) lyrics
- parliament of gentleman - carhartt mansion lyrics
- full devil jacket - broken lyrics
- oxidize - mana pots lyrics
- joaquina - matices lyrics
- kelela - better (unplugged) lyrics
- emper - единственный близкий (the only close) lyrics
- fast food music christ & david okit - allô allô lyrics
- 3berlin - wenn ich den see seh' lyrics
- buklod - tatsulok lyrics