azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

soumarshi banerjee - hariye jao lyrics

Loading...

তোমার দুটি মায়া চোখে

লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।

তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর

জ্বলুক প্রাণে আলো। (২ x )

তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে

কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে

হারিয়ে যাও

তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে

কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে

হারিয়ে যাও

হারিয়ে যাও

হারিয়ে যাও |

জানি তোমার রাতে ঘুম
হয়না যে আর

জানি আছে মনে অস্বস্তি তোমার

জানি আঁধার রাতে জেগে কাঁদো তুমি

ভাবো ঘটবে কবে

এ যন্ত্রণার অবসান।

তোমার দুটি মায়া চোখে

লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।

তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর

জ্বলুক প্রাণে আলো।

তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে

কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে

হারিয়ে যাও

তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে

হারিয়ে যাও

হারিয়ে যাও

হারিয়ে যাও।



Random Lyrics

HOT LYRICS

Loading...