srabani sen - ei udasi haowar pathe pathe lyrics
Loading...
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,
তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা,
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা
কালকে দিনের তরে
তোমার অলস দ্বিপ্রহরে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,
তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
Random Lyrics
- baggalútur - nú mega jólin fara fyrir mér lyrics
- they might be giants - definition of good lyrics
- quarteto ímp4r - mirela lyrics
- die nerven - barfuß durch die scherben lyrics
- solguden & mannen - välkomna till syden 2015 lyrics
- agenou - le couteau dans la plaie lyrics
- cambiemos - lo ví lyrics
- pxxr gvng - como el agua lyrics
- baggalútur feat. jóhanna guðrún - við tvö lyrics
- lars l - our love will last forever lyrics