srabani sen - ei udasi haowar pathe pathe lyrics
Loading...
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,
তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা,
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা
কালকে দিনের তরে
তোমার অলস দ্বিপ্রহরে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,
তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
Random Lyrics
- lars l - our love will last forever lyrics
- celinés - al perdonar lyrics
- elio e le storie tese - c'è solo l'inter lyrics
- twin - vi och framtiden lyrics
- kate - don't let go lyrics
- chris banimal feat. danne metra - den andra sidan lyrics
- sammie - found lyrics
- cameron sanderson - composure lake lyrics
- boa - lookin feat. the quiett lyrics
- kadri gopalnath - om shambo shiva shambo lyrics