
srabani sen & saheb chattopadhyay - danriye acho tumi lyrics
Loading...
দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।
বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।
তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।
(end)
Random Lyrics
- gündoğarken - özlemişim lyrics
- retromonique - nubes lyrics
- daniel caesar - best part lyrics
- rhoma irama - bangkitlah lyrics
- rich the kid - cookies & sherbert lyrics
- הראל מויאל - סמי lyrics
- tee grizzley - beef lyrics
- hoodie allen - sushi lyrics
- villalon - sinceramente tuyo lyrics
- yedinci ev - bir kere gelir lyrics