azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

srabani sen & sujoy prasad - ache dukho ache mrityu lyrics

Loading...

আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু…

তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে|

তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পরে কুসুম ফুটে
নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু…



Random Lyrics

HOT LYRICS

Loading...