srabani sen & sujoy prasad - ache dukho ache mrityu lyrics
Loading...
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু…
তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে|
তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে
কুসুম ঝরিয়া পরে কুসুম ফুটে
নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে
তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে
আছে দুঃখ আছে মৃত্যু…
Random Lyrics
- christophe maé - tout ce temps qui passe lyrics
- marguerite original london cast - china doll (reprise) lyrics
- yazin nizar - meghaalu lekunna lyrics
- juanito makandé - kamikaze lyrics
- the kubricks - rash behaviour lyrics
- köyhät kekkoset - voi käydä köpelösti lyrics
- univore - champagne taste lyrics
- språk för alla lyrics lyrics
- jitendra abhisheki - lagi karejwa katar lyrics
- köyhät kekkoset - sydänten sota lyrics