stoic bliss - pakhi paka pepe khay lyrics
পাখি পাকা পেঁপে খায়
পাখি পাকা পেঁপে খায়
পাখি পাকা পেঁপে খায়
আমি পাকা পেঁপে চাই
পাখি পাকা পেঁপে খায়
পাখি পাকা পেঁপে খায়
পাখি পাকা পেঁপে খায়
আমি পাকা পেঁপে চাই
এই বলো পাখি কেন পেঁপে খায়?
গিয়ে দেখো বউ আছে, তাও মেয়েটা ঘুরতে চায়
দেখো রাস্তাতে সে তো দেখে বুঝতে পায়
যখন সব মেয়েরা ঘুরে বলে, “oh my god, i still high”
this how we gotta make the party start
we roll a bliss so big like a ticks and gone
you know a whole lotta chicks that are jam the car
i gotta little bus then i split the bar
আমরা বলি, “রমণি তোমার নামটা কী?”
তো দেখো তুমি আর তোমার বান্ধবী
তো আসো আমার বাসায়, here’s the key
ওদের boyfriend দেখে বলে, “এটা কী?”
i’m like, “chill son, let me spit my game”
i gotta clipflish, that’ll blow your brain
you know, everybody over here know my name
he likes, “okay, ac1d, do your thang”
এ মুরগি
পাখি পাকা পেঁপে খায় (haha)
পাখি পাকা পেঁপে খায় (what?)
পাখি পাকা পেঁপে খায় (জানেন?)
পাখি পাকা পেঁপে খায় (listen)
পাখি পাকা পেঁপে খায় (ah-huh)
পাখি পাকা পেঁপে খায় (what?)
পাখি পাকা পেঁপে খায় (what?)
পাখি পাকা পেঁপে পেঁপে (yeah)
বাপে কালো, টাকা থেকেও রমণীরা অসহায়
মনের মানুষ পেয়েও তাদের মনটা এদিক-ওদিক চায়
ভালোবাসা কচি শসা, ছিল্লা চুনা লাগায় দেয়
আবার ফলমুল বাজারে, তবু পাখি পাকা পেঁপে চায়
পাখি পাকা পেঁপে খায় নাকি পাকা পেঁপেও পাখি চায়?
এই প্রশ্নের জবাব আমাদেরও কাছে নাইরে ভাই
পাখি পাকা পেঁপে খায় আবার পাকা পেঁপেও পাখি চায়
পাখি যখন পেকে যায় তখন পাকা পেঁপে খেতে চায়
yeah, our n-gga’s can do like i can
আরে elephant road-এ cd, sold that, man
when i walk to the stage
they clap their hands
the gotta whole lotta chicks
that love to dance
like ‘aha, yeah, okay, yea’
facebook-এ লেখে ‘like superman’ (ওয়াক থু)
the whole body stressed like a rubber band
why everybody wanna be like ac1d, man?
পাঁচটা মেয়েকে দেখি রাস্তাতে
গাড়ি থেমে বলে “আমি চিনি আপনাকে”
বলে, “চলেন আমাদের সাথে ic-তে” (আসেন)
চলেন ফিরবো একদম শেষ রাতে
বলি, “রমণি তোমার নামটা কী?”
তো দেখো তুমি আর তোমার বান্ধবী
তো আসো আমার বাসায়, here’s the key
ওদের boyfriend দেখে বলে, “এটা কী?” (এসব কী হচ্ছে)
পাখি খালি পেঁপে চায়
পেঁপে ছাড়া উপায় নাই
পাখি পেঁপে খেতে খেতে
বাজারে তো পেঁপে নাই
পেঁপে যদি পাখি হয়
তাহলে পেঁপে পাকা, পাখি খায়
কত প্রকার পাখি দেখো
কত প্রকার পেঁপে খায়
হাটে কোমর দুলে শপিং মলে, যানযট অতিকায়
mercedes না থাকলে মনটা গলে না রে ভাই
কারো আছে একটা-দুইটা আবার অনেকের হিসাব নাই
আশে পাশে দেখো কত পাখি পাকা পেঁপে খায়
বাপে কালো, টাকা থেকেও রমণীরা অসহায়
মনের মানুষ পেয়েও তাদের মনটা এদিক-ওদিক চায়
ভালোবাসা কচি শসা, ছিল্লা চুনা লাগায় দেয়
আবার ফলমুল বাজারে, তবু পাখি পাকা পেঁপে চায়
হাটে কোমর দুলে শপিং মলে, যানযট অতিকায়
mercedes না থাকলে মনটা গলে না রে ভাই
কারো আছে এতটা-দুইটা আবার অনেকের হিসাব নাই
আশে পাশে দেখো কত পাখি পাকা পেঁপে খায়
Random Lyrics
- la raza - gente lyrics
- lee hendrix$on - stardust lyrics
- pane (skyline) - player love lyrics
- s3m - golgotha lyrics
- jack stauber - quicksand lyrics
- manuscript alli - pandora lyrics
- chanmina - ボイスメモ no. 5 (voice memo no. 5) lyrics
- yuna (aoa) - my diamond lyrics
- rock eupora - it's gonna get better lyrics
- lil bean - stick up lyrics