subhagoto choudhury - pakhi amar nirer pakhi lyrics
Loading...
পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি–
আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি ।।
ডাক উঠেছে মেঘে মেঘে,
অলস পাখা উঠল জেগে–
লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি ।।
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে ।
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে ।
গানের ভরা উঠল ভ’রে,
চায় দিতে তাই উজাড় ক’রে-
নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী ।।
Random Lyrics
- mothers - paradise at last lyrics
- travis scott - stop trying to be god lyrics
- swearin' - dust in the gold sack lyrics
- juice wrld - no chances lyrics
- antoine bradford - liar lyrics
- juice wrld - 6 lyrics
- juice wrld - too much cash lyrics
- juice wrld - telepathy lyrics
- emika - promises lyrics
- the menzingers - chamberlain waits lyrics