subhamita - bhalobasi bhalobasi lyrics
Loading...
ভালোবাসি ভালোবাসি
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি
আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে
দিগন্তে কার কালো আঁখি
আঁখির জলে যায় ভাসি
ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি
সেই সূরে সাগর কূলে বাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে
সেই সুরে বাজে মনে অকারনে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলা দিনের কাঁদন
কাঁদন হাসি
ভালোবাসি ভালোবাসি
ভালোবাসি ভালোবাসি!!
এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়
বাজায় বাঁশি
ভালোবাসি ভালোবাসি …
Random Lyrics
- kevin - kleine versnelling [tracklist + cover] lyrics
- tito prince - abba père lyrics
- josh & randy - you are god alone lyrics
- tre allegri ragazzi morti - i miei occhi brillano lyrics
- inquisition - power from the center of the cosmic black spiral lyrics
- 新山詩織 - 隣の行方 lyrics
- quercia - lynch lyrics
- nicholas gatto - iv. sweet hour of prayer lyrics
- jojo - déjà vu lyrics
- ksıaze - killing joke (prod. meи-†) lyrics