
subir nandi - paharer kanna dekhe lyrics
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
Random Lyrics
- chaos network - nation (panda otaku remix) lyrics
- alan y roberto - kilos de veneno lyrics
- mister onet - basa basi lyrics
- girls bite dogs feat. nikol kollars - my name is lyrics
- smokie - if i can't love you lyrics
- sasha almazova feat. non cadenza - текила lyrics
- sitti - syurga di hati kita lyrics
- caskitt - higher resolution lyrics
- jlatrel - paradise lyrics
- manitou - el filo de un alambre lyrics