subir sen - eto sur ar eto gaan lyrics
Loading...
এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
কতদিন আর এ জীবন?
কত আর এ মধু লগন?
কতদিন আর এ জীবন?
কত আর এ মধু লগন?
তবুও তো পেয়েছি তোমায়
তবুও তো পেয়েছি তোমায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যতকিছু তার
এ জীবনে সবই যে হারায়
এ জীবনে সবই যে হারায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
report a problem
Random Lyrics
- udo jürgens - sommer lyrics
- pash61 - 10 bands lyrics
- lio rush - clear the distance lyrics
- jim stafford - i ain't sharin' sharon lyrics
- kidd scar - hxld xn! lyrics
- xemoji - подарок (present) lyrics
- leslyn jacks - salvation belongs to our god lyrics
- hard target - smoke lyrics
- джизус (dzhizus) - часики (clocks) lyrics
- 6th$ithlord - waking cthulhu *outro* lyrics