subir sen - ogo bandhu sundari lyrics
Loading...
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পুলকিত চম্পার লহো অভিনন্দন
ওগো বধূ সুন্দরী
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে
মুকুলিত মল্লিকা+মাল্যের বন্ধন
ওগো বধূ সুন্দরী
এনেছি বসন্তের অঞ্জলিগন্ধের
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন
এনেছি বসন্তের অঞ্জলিগন্ধের
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন
পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল
মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ
ওগো বধূ সুন্দরী
উল্লাস+উতরোল বেণুবনকল্লোল
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন
উল্লাস+উতরোল বেণুবনকল্লোল
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন
তব আঁখিপল্লবে দিয়ো আঁকি বল্লভে
দিয়ো…
গগনের নবনীল স্বপনের অঞ্জন
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পুলকিত চম্পার লহো অভিনন্দন
ওগো বধূ সুন্দরী
Random Lyrics
- something for kate - the fireball at the end of everything (demo) lyrics
- the american indie - hope is lyrics
- dion yorkie - your love lyrics
- gorrila twins - supply & demand lyrics
- michael raven - the great unknown lyrics
- townes van zandt - two girls (the nashville sessions) lyrics
- hyperview - neon wristbands lyrics
- lujang, jah bruno - muthaka lyrics
- robert pollard - western centipede lyrics
- swagboipi - memories lyrics