sudip dutta - aha aji e bashonte lyrics
Loading...
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়॥
সখীর হৃদয় কুসুমকোমল –
কার অনাদরে আজি ঝরে যায়!
কেন কাছে আস’, কেন মিছে হাস’,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়॥
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা –
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বুঝে না,
তারা ফিরেও না চায়॥
Random Lyrics
- ali aka mind feat. lianna - indiferencia lyrics
- windy aulia - kumbang jalang lyrics
- rhyme selektah - hopes lyrics
- 廖文強 - 可不可以 lyrics
- qari - ibuprofen lyrics
- chugs lean - time flies lyrics
- eleven past one - tonight's the night lyrics
- artist unknown - kungarnas kung lyrics
- 三隅倫 - リアライズ lyrics
- alborosie - fly 420 (feat. sugus) lyrics