sudip dutta - aha aji e bashonte lyrics
Loading...
আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়॥
সখীর হৃদয় কুসুমকোমল –
কার অনাদরে আজি ঝরে যায়!
কেন কাছে আস’, কেন মিছে হাস’,
কাছে যে আসিত সে তো আসিতে না চায়॥
সুখে আছে যারা সুখে থাক্ তারা,
সুখের বসন্ত সুখে হোক সারা –
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়।
তারা দেখেও দেখে না,
তারা বুঝেও বুঝে না,
তারা ফিরেও না চায়॥
Random Lyrics
- skegss - stranger lyrics
- mix5 - a puro dolor lyrics
- the pincus ladies - mary, did you know lyrics
- marc anthony - -dimelo lyrics
- dicipher - waters lyrics
- lysa ahmed lisa - aghat kore nile lyrics
- slptvlk - indio, california lyrics
- parlour bells - never let 'em hold ya back! lyrics
- brandon carter - as it is lyrics
- danny gokey - better than i found it lyrics