suman chatterjee - amar mon mane na dinrajani lyrics
Loading...
আমার মন মানে না দিনরজনী
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি–
ওগো সজনি
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী–
কেন না জানি
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে–
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি
Random Lyrics
- knives - figurehead catacombs lyrics
- the cathedral singers - i am the bread of life lyrics
- sardor rahimxon - do'stlarim lyrics
- dj matrix & jack mazzoni - baciami lyrics
- xx - naive lyrics
- 英皇團員 - 完美這一天 (粵) lyrics
- feel - jestem w drodze lyrics
- henrique & diego - ao vivo lyrics
- tg millian - money on the roads lyrics
- third dim3nsion - the edge of the sword lyrics