
sumon - brishti lyrics
দেখো কালো মেঘের ঘনঘটা
আকাশ জুড়ে নেই জোছনা
ফিরে যাও তোমার ঐ ঘরে
নামবে বৃষ্টি একটু পরে
যাবো নতুন পথে
জানি নি আমার
নেই কোন ঘর যে এখন আর
জানি ভিজে যাবো
বৃষ্টির ধারায়
জানি হয়তো বা রবো বাকি আছে যা
নামুক না বৃষ্টি এই পৃথিবীতে
ভিজে যাক না সবকিছুই
আমাদের গানে
হারিয়ে যাক না
স্মৃতি সব পিছুটানের
দেখতে চাই না আর পেছনে
দেখতে চাই না আর পেছনে
সময় হারায়
কোন শূন্যতায়
আকাশ ভেঙে যে বৃষ্টি নামে না
বসে থাকি কীসের মায়ায়
জানি যাবো হারিয়ে মোরা
হয় তো এখনো আসে নি সময়
হয় তো এখনো আছে কিছু স্বপ্ন
হয় তো এই বৃষ্টি নামবে কখনো
হয় তো একদিন থাকবে আগের মত
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
যেমন ছিল আগে
Random Lyrics
- i am they - still here lyrics
- oldelaf - mais les enfants lyrics
- tabernáculo de adoración - me ha tocado lyrics
- titvn - de qué sirve? lyrics
- bayu g2b - astuti lyrics
- peter frew - heartaches by the number lyrics
- melendi - habitantes de un mismo planeta lyrics
- beegboi - mummy lyrics
- rolo tomassi - the hollow hour lyrics
- lil florez - summo(desclamer remix) lyrics