sunny rabius sunny - ay murgi ay lyrics
ক্যাংকা আছো তোমরা
কি করো বাহে
কুটি গেলা সবাই
জীবনে কতো দুপুর আসে আর চলে যায়
কিছু কাটে কোলাহলে, কিছু নিস্তব্ধতায়
কিন্তু কিছু দুপুর থাকে
বগুড়ার স্মৃতি মনে পড়ে যায়
হ হ, ঠিক কথা কোছো
হ হ, ঠিক কথা কোছো
ভোরবেলা কাকার সাথে ফজর পড়তে যাওয়া
ফেরিওয়ালাকে পুরান ভেবে নতুন লোহা দেওয়া
খড়ের চালায় বৃষ্টির ফোঁটা, কতো কি মনে পড়ে
মাছ ধরতে কাদার নিচে দেখো কাঁকড়া নড়ে
[কোরাস]
আয় মুরগি আয়, তিতি তিতি তি
আয় মুরগি আয়, তিতি তিতি তি
“এই চুম্বুলি, কুটি গেলু? দেও ডাকিছে
মেঘ করছে… কুটি গেলুউউউউ”
মেঘ ডাকতো গুরুম গুরুম, কাক ভেজা বর্ষার দিন
একবার সাপ আসলো, টিভিতে বেজেছিল সাপের বিন
হাহা, ইয়েস রাইট, টিভিতে বেজেছিল সাপের বিন
“সাপ আসপি বাহে, ওল্লা সাউন্ড বাজাস না”
সন্ধ্যা নামার আগেই কুপির বাতি জ্বালাতে হতো
আকাশ জুড়ে কতো মেঘ উড়ে যেত
পূর্ণিমার জোছনা, সাদা চাঁদের ফালি
জোনাকি জ্বলতো উঠানে, কোথায় সে দিনগুলি
দাঁত পড়ে গেলে সেটা ইঁদুরের গর্তে ফেলে দেওয়া
লুঙ্গি মাথায় পেঁচিয়ে নদী পাড়ি দেওয়া
স্কুল ফাঁকি দিয়ে ধুলার মাঠে ক্রিকেট খেলা
ঘরে না থেকে উঠানে বসে বইয়ের পৃষ্ঠা খোলা
লিচুর বাগান ঘুরতে যেতাম, দেখতাম আম গাছ
শিনটা দিয়ে ফোলাতাম হলুদ পটকা মাছ
[কোরাস]
আয় মুরগি আয়, তিতি তিতি তি
আয় মুরগি আয়, তিতি তিতি তি
হামরা বগুড়ার ছোল
পুঁটি মাছ ধরবের যায়া ধরে আনি বোল
পুঁটি মাছ ধরবের যায়া ধরে আনি বোল
পুঁটি মাছ ধরবের যায়া ধরে আনি বোল
পকেট ভর্তি চানাচুর, চুলে তেল আর চিরুনি
জুম্মার পর পলিথিনে খেতাম পোলাও ফিরনি
টিকটিকির ডিম, বাতাশা, হালুয়া, প্রেম যমুনার ঘাট
হাটখোলা, ভাটফুল, নদীর পাড়ে বৃষ্টির ছাট
[কোরাস]
আয় মুরগি আয়, তিতি তিতি তি
আয় মুরগি আয়, তিতি তিতি তি
কিছু মুহূর্ত হয়না বন্দি ছবিতে কিংবা কবিতায়
তারা বেঁচে থাকে বুকের ভেতরে, থেকে যায় ছবিটাই
কাছের মানুষ পেলে এই গল্পগুলো মনে পড়ে
সময় পেলেই মন হারায় বাঙালি নদীর পাড়ে
জীবন নামের এই জার্নিতে থামার সময় নাই
মাঝে মাঝে তবু সবার কথা ভাবা চাই
গল্পের সময় যদি পারো হৃদয় উজার করে দাও
দুঃখ কমাও, হাসি ছড়াও, আপন করে নাও
হামরা বগুড়ার ছোল
পুঁটি মাছ ধরবার কোলে ধরে আনমু বোল
হামরা বগুড়ার ছোল
পুঁটি মাছ ধরবার কোলে ধরে আনমু বোল
কাটাখালির মানুষের মতো খুশি খুঁজে নাও
দুঃখ কমাও, হাসি ছড়াও, আপন করে নাও
দুঃখ কমাও, হাসি ছড়াও, আপন করে নাও
ক্যাংকা আছো তোমরা
কি করো বাহে
কুটি গেলা সবাই
তালে ভালই আছো সগলি
Random Lyrics
- landing - delusion sound lyrics
- u-pistol - ren'ai fiction (be yr bby) lyrics
- tazparis - your song lyrics
- lars edegran - on a coconut island lyrics
- bonnie - venting lyrics
- gash (rock) - sleepwalking lyrics
- nm - we don't care lyrics
- chino (andrea cirillo) - fenice lyrics
- 667plugg - без резины (without condom) lyrics
- fərid quliyev - alagözlüm lyrics