azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sunny rabius sunny - jokhon shob obhiman lyrics

Loading...

যখন
মন খারাপ আর থাকবে না
মনে পড়বে ছোট ছোট সব কথা
ভুল বোঝাবুঝি, অভিমান
স্মৃতি+কাতরতা

যখন
চোখে জল আর আসবে না
হাসিমাখা সময়ের ভিড়ে
ভাংবে অবশ নীরবতা

সব অভিমান যাবে ভেঙে
বন্ধুত্ব ফিরবে চুপিসারে
মনে পড়ে যাবে আবার
কেন বলিনি কথা

যখন
একলা রাতে বইবে হিমেল হাওয়া
মনে পড়বে মুভি আড্ডা
খেলা, আর কত কাপ চা

একটা সময় আসবে
যখন হাতে আর সময় থাকবে না
জীবনের ছবি কথা বলবে নীরবে
জীবন দেয় না সব উত্তর
স্মৃতি শুধু থাকবে হৃদয়ে
চিরকাল জেগে
যখন
সব অভিমান যাবে ভেঙে
বন্ধুত্ব ফিরবে চুপিসারে
মনে পড়ে যাবে আগেই
কেন বলিনি কথা

যখন
সব অভিমান যাবে ভেঙে
বন্ধুত্ব ফিরবে চুপিসারে
মনে পড়ে যাবে আগেই
কেন বলিনি কথা



Random Lyrics

HOT LYRICS

Loading...