supriyo maitra & paromita ghosh - akash jure shuninu lyrics
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
Random Lyrics
- live like glass - cheers! to the end lyrics
- bolbbalgan4 - 좋다고 말해 (tell me you like me) lyrics
- muazzez ersoy - başına bela olurum lyrics
- noize mc - пох**сты lyrics
- mikael gabriel - loistat pimeäs lyrics
- the harmony group - ande ande ande la marimorena lyrics
- jonathan zelter - sei immer du selbst lyrics
- israel vibration - leisure lyrics
- glude - identity lyrics
- mc phe cachorrera - vem chefe lyrics